আমাদের সমাজ ব্যবস্থায় একে অপরকে গ্রহণযোগ্য হিসেবে স্বীকার করতে অনীহার মূল কারণ হল মানুষের মধ্যে পরস্পর সংঘাত ও হানাহানী। তাই আমরা পরস্পর একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াই এবং মুখোমুখী অবস্থানে অটল হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করি। যা সমাজ এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে। এই প্রভাব থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে পরস্পর ভাব জন্মানোর জন্য এই চিত্রকর্মটি বিমূর্তধারায় অ্যাক্রেলিক মাধ্যমে ক্যানভাস পটে অঙ্কন করা হয়েছে।
The root cause of the reluctance to accept each other as acceptable in our social system is the conflict and conflict between people. So we compete with each other and create chaos in the society by sticking to the opposite position. Which has a very harmful effect on the society and the environment. To break free from this influence, this painting is abstractly painted in acrylic medium on canvas pot.
Dimensions : h 75cm x 54cm
Media : Acrylic on Canvas
Year : 2023
Price: 550$